অমীমাংসিত থেকে গেলো হাই ভোল্টেজ ম্যাচের ফলাফল। ৩-৩ গোলে ড্র হল স্পেন-পর্তুগাল ম্যাচ। আর প্রত্যাশা মতোই ম্যাচের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড। তিনি যেন এদিনের ম্যাচে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার ভূমিকায় অবতীর্ণ হলেন। দলের প্রয়োজন মতো কঠিন সময়ে তিন তিনবার দলকে এগিয়ে দিয়েছেন। নিজ দায়িত্বে হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচকে নিয়ন্ত্রনে নিয়ে এসেছেন। আর সৌজন্যে তাঁর অসামান্য হ্যাট্রিক। দ্বিতীয়ার্ধে স্পেন ২-১ গোলে পিছিয়ে থেকে শুরু করলেও দুর্দান্তভাবে ম্যাচে ফেরে স্পেন। দিয়েগো কোস্তা আবারও ম্যাচের ৫৫ মিনিটে গোল করে সমতায় ফেরায় দলকে। তারপর খেলায় আধিপত্য ছিল স্পেনেরই। এরপর ৫৮ মিনিটে নাচো অনবদ্য গোল করে স্পেনকে ৩-২ গোলে এগিয়ে দেয়। সেইসময় কিছুটা কোণঠাসাই লাগছিল পর্তুগাল দলকে। কিন্তু ম্যাচের ৮৮ মিনিটের মাথায় আবারও বক্সের বাইরে ফাউল হলে ফ্রি-কিক পায় পর্তুগাল। ঠাণ্ডা মাথায় অবিশ্বাস্য গোল করে দলকে সমতায় ফেরাতে এতটুকু ভুল করেন নি সিআর৭। আর এদিন হ্যাট্রিক করে তিনি আবারও প্রমান করলেন কোথায় তিনি অন্যদের থেকে একটু হলেও আলাদা!
এদিন ম্যাচের প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। সিআর৭-এর করা জোড়া গোলে এগিয়ে যায় পর্তুগাল। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগিজ দলটি। তবে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি দলের অধিনায়ক রোনাল্ড। এরপর যদিও খেলায় ফেরে স্পেন। আর তারই ফলস্বরূপ ২৪ মিনিটে অনবদ্য গোল করে দলকে সমতায় ফেরান দিয়েগো কোস্তা। কিন্তু এরপরই ম্যাচের ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে দিলেন পর্তুগিজ এই হেভিওয়েট ফুটবল তারকা।
দেখে নিন রোনাল্ডর হ্যাট্রিক-
https://youtu.be/FMSmS8e1rKM
Be the first to comment