হাঙ্গেরির বিরুদ্ধে লড়াই দিয়ে এবারের ইউরো অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। এফ-গ্রুপে ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী দু’টি দল থাকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাজ সহজ হবে না মোটেও। তাই শুরুতে হাঙ্গেরির বিরুদ্ধে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
গ্রুপে তুলনামূলক সহজ দলের বিরুদ্ধে যাত্রা শুরু করতে হওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে রোনাল্ডোদের। তবে এই ম্যাচে পয়েন্ট খোয়াতে হলে পরের রাউন্ডে যাওয়ার লড়াই নিঃসন্দেহে নিতান্ত জটিল হতে দাঁড়াতে পারে পর্তুগীজদের সামনে। তাই জয় দিয়ে ইউরো অভিযান শুরুর বাড়তি তাগিদ চোখে পড়াই স্বাভাবিক রোনাল্ডোদের মধ্যে।
পর্তুগাল বনাম হাঙ্গেরি ইউরো ২০২১-এর ম্যাচ কবে অনুষ্ঠিত হবে: ১৫ জুন, ২০২১ (মঙ্গলবার)।
কোথায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ম্যাচ: পুসকাস এরিনা (বুদাপেস্ট, হাঙ্গেরি)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলিতে (সোনি সিক্স, সোনি টেন-২, সোনি টেন-৩, সোনি টেন-৪)।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV-এ দেখা যাবে লাইভ স্ট্রিম।
Be the first to comment