বিশ্বকাপে পর্তুগলের প্রাথমিক দল ঘোষণা, নেতৃত্বে রোনাল্ডো

Spread the love

বিশ্বকাপে পর্তুগলের প্রাথমিক দল ঘোষণা করা হলো। যার নেতৃত্ব থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ দলের বড় চমক রেনাতো সানচেজের বাদ পড়া। ২০১৬ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) সেরা তরুণ খেলোয়াড়কে ছাড়াই ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। ইউরো জয়ের নজরকাড়া ফর্ম ধরে রাখতে পারেননি ২০ বছর বয়সী সানচেজ। আগামী ১৫ই জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল। ‘বি’ গ্রুপের অন্য দুই দল মরক্কো ও ইরান।
বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৪ঠা জুন।
পর্তুগালের প্রাথমিক দল –
গোলরক্ষক: অ্যান্তোনি লোপেজ, বেতো, রুই প্যাটরিসিও।
ডিফেন্ডার: আন্তুনিস, ব্রুনো আলভেস, চেদরিক সোরস, জোয়াও ক্যানসেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুরেইরো, রিকার্দো পেরেইরা, রোলানদো, রুবেন ডায়াস।
মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মুটিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম কালভালহো।
ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নানি, আন্দ্রে সিলভা, বার্নারদো সিলভা, এডার, গেলসন মারটিনস, গনসালো গুয়েডস, পাওলিনহো, রিকার্দো কারেসমা, রনি লোপেজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*