আজ থেকেই খুলে গেলো পোস্তার পাইকারি বাজার

Spread the love

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের অসুবিধার কথা মাখায় রেখে আজ থেকেই পোস্তার বাজার খোলার সিদ্ধান্ত নিল মার্কেট অ্যাসোসিয়েশন৷ তবে সোমবার থেকে বাজার পুরদমে চালু করা যাবে বলে আশাবাদী মার্কের অ্যাসোসিয়েশনের সদস্যরা৷

এখানে ৫৬০ টি দোকান রয়েছে। শুক্রবার থেকেই কিছু কিছু দোকান খোলা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই দোকান খোলা থাকবে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানের সামনে গোল করে মার্ক করে দেয়া হচ্ছে।

তবে এখন কর্মীদের সংখ্যা কম থাকলেও যা কর্মী রয়েছে তাই দিয়েই কাজ চালানো হবে বলে জানানো হয়েছে। লেবার ও কর্মীদের দিনে দুবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যারা বাজারে আসবেন তাদের প্রতি অনুরোধ করা হয়েছে প্রত্যেকে যেন মাস্ক গ্লাভস এবং নিজের সঙ্গে সাবান অবশ্যই যেন নিয়ে আসেন। অযথা ভিড় না করার আবেদন করা হয়েছে।

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার বিকেল পাঁচটা থেকেই রাজ্যে শুরু হয়েছে লকডাউন৷ পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর ফলে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে সংকট দেখা দিয়েছে৷ ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের অধিকাংশই অতিরিক্ত জিনিসপত্র কিনে ফেলার সাধারণ দোকানেও কমেছে মজুত৷ ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে৷

আর একথা মাথায় রেখে শুক্রবার থেকেই পোস্তার পাইকারি বাজার খোলার সিদ্ধান্ত নিল মার্কেট অ্যাসোসিয়েশন৷ পোস্তার পাইকারি মার্কেট অ্যাসোসিয়েশনের সদস্যর এদিন বৈঠকের পর বাজার খোলার সিদ্ধান্ত নেন৷ আজ থেকে বাজার খুললেও সোমবার থেকে পুরোদমে বাজার খোলা থাকবে বলেও জানিয়েছেন তাঁরা৷ তবে বাজার খুললে কর্মীদের নিরাপত্তা এবং সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কাজকর্ম করা হবে বলেও জানিয়েছে মার্কেট অ্যাসোসিয়েশন৷ তবে পরিবহণ বন্ধ থাকায় মালপত্র সরবরাহ নিয়ে সমস্য দেখা দিয়েছে৷ এ নিয়ে পরিবহণ দফতরের সঙ্গেও কথা বলেছেন মার্কেট অ্যাসোসিয়েশনের সদস্যরা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*