‘নিখোঁজ’ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক! ’সন্ধান চাই’ বলে একাধিক পোস্টার পড়ল হিন্দমোটর উত্তরপাড়া এলাকায়। কে বা কারা এই পোস্টার সাঁটাল তা লেখা নেই। পাল্টা নিজের ফেসবুক পেজে লাইভ করে কাঞ্চন জানালেন “আমি কোন্নগরের অফিসে বসে রয়েছি। আমায় নিখোঁজ করে দেবেন না“
কালীপুজোর সময় না কি বিধায়কের দেখা পাওয়া যায়নি এলাকায়। এতেই ক্ষোভ। আর তা থেকেই এই পোস্টার বলে স্থানীয় সূত্রে খবর। এই পোস্টারের খবর ছড়িয়ে পড়তেই নিজের ফেসবুক পেজে কাঞ্চন মল্লিক লাইভ করেন।
সেখানে বিধায়ক বলেন, “আমার নামে কোথায় পোস্টার পড়েছে আমি জানি না। যারা এই পোস্টার দিয়েছে তারা কি উদ্দেশ্য নিয়ে দিয়েছেন সেটাও জানি না। আমি এখন কোন্নগর অফিসে বসে রয়েছি। আমি কাঞ্চন মল্লিক সশরীরে বসে রয়েছি। ভূত নই আত্মা নই। আমি ছিলাম, আছি থাকব। কালীপুজোর সময় বাঘাযতীন ক্লাবে উপস্থিত ছিলাম। আমার বিধানসভায় হাজার খানেক কালীপুজো হয়। সব জায়গায় যাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না। যিনি আমার নামে পোস্টার দিয়েছেন তিনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তাঁর বাড়ি যাব, দেখা করব, মাছের ঝোল ভাত খাব। কিন্তু আমায় নিখোঁজ করে দেবেন না। আমি ছিলাম, আছি, থাকব।” কাঞ্চনের আশ্বাস যে কোনও দরকারে এলাকার মানুষের পাশে পাওয়া যাবে তাঁকে।
Be the first to comment