‘বিজেপিকে ভোট দিলে বাঁচতে পারবে না, রাতে ঘুমোতে দেব না’, ভোটের আগে স্বরূপনগরে হুমকি পোস্টার

Spread the love

বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। রক্ত ঝরেছে বীজপুরে। কেতুগ্রামে ব্যাপক বোমাবাজি হয়েছে। এমনকি চোপড়াতে গুলি চলারও অভিযোগ উঠেছে। এ দিকে ভোটের আগের রাতেই স্বরূপনগরে হুমকি পোস্টার পড়েছে। এলাকাবাসীর অভিযোগ ভোটারদের ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল।
স্বরূপনগর বিধানসভার শায়েস্তানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ সরকার পাড়ার ২৭০ নম্বর বুথে রাস্তার ধারে ট্রান্সফরমারে এই হুমকি পোস্টার পড়েছে। যেখানে লেখা আছে, “বিজেপিকে ভোট দিলে বাঁচতে পারবে না। রাস্তার ধারে যেমন জমি দখল করেছি। তেমন রাতে ঘুমোতে দেব না।” স্থানীয় বিজেপির কার্যকর্তা জানান, মানুষ যাতে ভয়ে ভোট দিতে না যান তাই এই কাজ করেছে তৃণমূল।
তবে গভীর রাতে এই পোস্টার পড়লেও ভয় পাচ্ছে না বিজেপি। এ কথাও সাফ জানিয়ে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই ঠেকানো যাবে না। বিগত কয়েকদিন ধরে মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি কার্যকর্তার। তবে এই ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। মানুষ শান্তিপূর্ণ ভাবেই ভোট দেবে বলে দাবি তাঁর।
ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগনার ১৭, উত্তর দিনাজপুরের ৯, নদিয়ার ৯, পূর্ব বর্ধমানের ৮ আসন মিলিয়ে মোট ৪৩ আসনে ভোট হচ্ছে। চোপড়া থেকে চাপড়া, বিভিন্ন কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থী। এই দফার ভোটে কয়েকটি বিশেষ কেন্দ্রে নজর থাকছে রাজনৈতিক মহলের। এগুলি হল নদিয়ার কৃষ্ণনগর উত্তর, উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বারাকপুর, দমদম উত্তর ও হাবড়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*