১৯ টন আলু বিক্রি করে হাতে পেলেন ৪৯০ টাকা, আর সেই টাকাই মোদীকে পাঠালেন কৃষক

Spread the love

সব মিলিয়ে ১৯ টন আলু চাষ করেছিলেন আগ্রার চাষি প্রদীপ শর্মা। কিন্তু সেই বিপুল পরিমাণ আলু বিক্রি করে হাতে পেলেন মাত্র ৪৯০ টাকা! সেই টাকা ‘কৃষকদরদী’ মোদীকেই পাঠিয়ে দিয়েছেন ক্ষুব্ধ প্রদীপ। এই ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। কয়েক দিন আগেই মহারাষ্ট্রের এক চাষি ৭৫০ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করে মাত্র ১,০৬৪ টাকা আয় করেছিলেন। তিনিও রাগ করে সেই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দেন।

অথচ কয়েক দিন আগে পর্যন্তও কৃষক কল্যাণে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, কৃষকদের সুযোগ-সুবিধা বিশেষ ভাবে দেখবেন তিনি।
অথচ বাস্তবে দেখা গেল উল্টো। যেখানে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয় এক কুইন্টাল আলু উৎপাদন করতেই, যেখানে ১৯ টন আলুর দাম মিলছে ৪৯০ টাকা। লাভ দূরের কথা, উৎপাদনরে খরচটুকুও ওঠেনি তাঁর।

সূত্রের খবর, শুধু আগ্রাতেই ২.‌৮ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ কৃষক আলু চাষ করেছেন। এই যদি দামের অবস্থা হয়, তা হলে বাকি আলুচাষিদের যে কী অবস্থা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*