নিজস্ব প্রতিবেদনঃ ২০১৮ সালের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন, বিশেষ করে সিনেমাপ্রেমীরা। কী কী ভালো সিনেমা আসতে চলেছে সেই খোঁজখবর নিতেও শুরু করেছেন অনেকে। তাঁদের উদ্দেশ্যেই হয়তো এই সংবাদটি। কারণ সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওযা সাক্ষাৎকারে নতুন নবাব সইফ আলি খান জানিয়েছেন, তাঁর বাবা মনসুর আলি খান পতৌদির জীবন নিয়ে একটি ছবি তৈরীর কথা ভাবছেন। হয়তা বা আগামী বছরের শেষের দিকেই বড়পর্দায আসতে পারে এই ছবি। কিন্তু এই ছবিতে তিনি অভিনেতা হিসাবে নয, বরং ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করবেন। কারণ, বাবার ক্যারিশমাকে বড়পর্দায় ফুটিয়ে তোলা অতটাও যে সহজ নয়। বিশেষ করে টাইগার পতৌদির ব্যক্তিত্ব এতটাই ওজনদার। কিন্তু কে থাকবে এই চরিত্রে। সইফ জানিয়েছেন, নিজেকে একেবারেই বাদের তালিকায় রেখেছেন, নজরে রয়েছেন, বলিউডর দুই একজন সুদর্শন অভিনেতার দিকে, যারা অভিনয়টাও ভালোই করেন, আর নিজের আম্মা মানে শর্মিলা ঠাকুরের চরিত্রের জন্য যদিও এখনও ভাবনা চিন্তা শুরু করেননি। আপাতত সবটাই ভাবনা-চিন্তার পর্যায়, কিন্তু খুব শীঘ্রই সবকিছু বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করবেন ছোটে নবাব।
Be the first to comment