সুনন্দ মন্ডলঃ
যতই শীত কুয়াশা ঢাকুক আকাশ
যতই ভিজে লাগুক উদাসী মনের।
রোদের চাদরে আছে স্নিগ্ধ বাতাস
চড়া আলো জাগে ক্লান্ত প্রানের।
আলো হোক আলোময় কুয়াশার শেষে
জাপটে ধরুক শীত তবু উৎসব।
পৌষের মেলায় জমায়েত পদ রেশে
মনে পড়ে প্রহরের মগ্ন শৈশব।
মায়ের হাতে বানানো কত্ত খাবার
ভোজন বিলাসী পেটে সয় সব কিছু।
মেঝের উপর আঁকা আল্পনা আর
গন্ধ মনের খাঁজে ছাড়েনা তো পিছু।
পান সেজে বসে আছে ঠাকুমা চাতালে
কোনো কিছু কমে গেলে সপ্তম সুরে।
মাথার ওপরে করে বাড়ি বেখেয়ালে
শান্ত তখন হয় মন যদি ভরে।
দিনের প্রকাশে মায়া থাকে কত জানি
মধুময় নীলিমায় বেহিসেবি সব।
আঁধার রাতে স্বপ্ন করে কানাকানি
জ্যোৎস্না মেলায় পাখা ফোটে বাস্তব।
Be the first to comment