পিপিএফের পর এবার ইপিএফ বা এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। ইপিএফে সুদের হার কমে হল ৮.৫৫ শতাংশ। গত কয়েকবছর ধরেই সুদের হার কমে চলেছে। প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষে ৮.৬৫ সুদের হার ছিল ইপিএফে। তার আগের অর্থবর্ষ অর্থাৎ ২০১৫-১৬ আর্থিক বছরে ৮.৮ শতাংশ ছিল সুদের হার।
উল্লেখ্য, কিছুদিন আগেও পিপিএফে সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ০.২ শতাংশ সুদ কমিয়ে করা হয়েছে ৭.৬ শতাংশ। ক্রমাগত, সুদের হার কমায় মধ্যবিত্তের সঙ্কট বাড়বে বলেই মত অনেকের।
Be the first to comment