শ্লীলতাহানির অভিযোগে প্রভু রামামূর্তিকে ৯ বছরের কারাদন্ডের আদেশ আদালতের

Spread the love

বিমানে পাশে বসা মহিলা যাত্রীর শ্লীলতাহানির দায়ে মার্কিন মুলুকে গ্রেফতার হয়েছিলেন তামিলনাড়ুর যুবক প্রভু রামামূর্তি। ঘটনাটা ঘটে চলতি বছর ৩ জানুয়ারি। মিশিগান ফেডারাল কোর্টে তাঁর মামলা চলছিল। অগস্টে পাঁচ দিনের শুনানির পর তাঁকে দোষী সাব্যস্ত করেন বিচারক টেরেন্স বার্গ। বৃহস্পতিবার সেই মামলার রায়ে প্রভুকে ন’বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারাল কোর্ট।

২০১৫ সাল থেকে অস্থায়ী ভিসায় আমেরিকায় রয়েছেন প্রভু। দু’বছর ধরে একটি প্রযুক্তি সংস্থায় প্রোজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করছিলেন তিনি। জানুয়ারিতে স্পিরিট এয়ারলাইন্সের বিমানে লাস ভেগাস থেকে ডেট্রয়েটে যাচ্ছিলেন ৩৫ বছরের এই যুবক। বিমানে জানলার ধারের আসনটিতে বসেছিলেন ২২ বছরের ওই যুবতী। তাঁর ঠিক পাশেই বসেছিলেন প্রভু। তাঁর অন্য পাশে বসেছিলেন প্রভুর স্ত্রী।

যুবতীর অভিযোগ ছিল, ঘুমন্ত অবস্থায় তাঁর শ্লীলতাহানি করেছেন প্রভু। পুলিশকে তিনি জানান, রাতে হঠাৎই ঘুম ভেঙে যাওয়ায় দেখেন তাঁর শার্টের বোতাম আর প্যান্টের চেন খোলা। আর প্রভুর হাত রয়েছে তাঁর প্যান্টের ভিতর। তিনি  জেগে উঠেছেন দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে নেন প্রভু। তার পরেই বিমানসেবিকাদের গোটা ঘটনাটি জানান তিনি। ডেট্রয়েটে বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই প্রভুকে গ্রেফতার করে পুলিশ।

সাজা ঘোষার পর মার্কিন অ্যাটর্নি ম্যাথু স্কেনেইডার বলেন, নামী সংস্থায় কাজ করলেও প্রভুর ইংরাজি উচ্চারণে জড়তা ছিল। তাঁর কথাবার্তাও ছিল অসংলগ্ন। জোর দিয়ে দোষ স্বীকার না করলেও, তিনি যে অপরাধী সেটা তাঁর আচরণ ও কথাতেই প্রকাশ পাচ্ছিল। ম্যাথুর কথায়, ‘‘বিমানযাত্রার সময় সকলেরই সুরক্ষিত ও নিরাপদ থাকাটা জরুরি। একজন যাত্রীর অসতর্কতার সুযোগে তাঁর সঙ্গে এমন অশ্লীল আচরণ কোনওভাবেই কাম্য নয়। আমি যুবতীর সাহসিকতার তারিফ করছি, সকলেরই এইভাবে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা দরকার।’’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সূত্রে খবর, চলতি বছরে যৌন হয়রানির অভিযোগে মার্কিন মুলুকে একাধিক ভারতীয় গ্রেফতার হয়েছেন। উড়ানে মাঝ আকাশে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মহিলা যাত্রীরা। রিপোর্ট বলছে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমন ঘটনা বেড়েছে প্রায় ৬৬ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*