প্রদ্যুম্ন ঠাকুর খুনের ঘটনায় ধৃত কিশোরকে প্রাপ্তবয়স্ক হিসেবে গন্য করা হবে। বুধবার এমনই নির্দেশ দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। এর আগে প্রদ্যুম্নর বাবা বরুণ ঠাকুর পিটিশন দিয়ে বোর্ডকে জানিয়েছিলেন, যেহেতু ১৬ বছরের কিশোরের করা এই খুন ভয়ঙ্কর তাই অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসেবেই গণ্য করা হোক। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ জুভেনাইল জাস্টিস বোর্ডের।
প্রসঙ্গত, মঙ্গলবার সিবিআই-এর তিন সদস্যের একটি দল অভিযুক্ত কিশোরের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। ওই কিশোরকে ফরিদাবাদের একটি হোমে রাখা রাখা হয়েছে বলে খবর। জুভেনাইল জাস্টিস বোর্ড ওই কিশোরের ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত একটি রিপোর্ট জমা করেছে। তাতেই বলা হয়েছে, প্রকৃতিগতভাবে অভিযুক্ত কিশোর আক্রমণাত্মক। শুধু তাই নয়, এরআগেও একবার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে জলের ট্যাঙ্কে বিষ ঢেলে দেওয়ার পরিকল্পনা করেছিল সে। বুধবার, জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশের পর প্রদ্যুম্নর বাবা বলেন, এই সিদ্ধান্তের জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে ক্লাস টুয়ের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের মৃতদেহ উদ্ধার করা হয়। গলাকাটা অবস্থায় স্কুলের বাথরুমে থেকে উদ্ধার হয় মৃতদেহটি। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছিল।
Be the first to comment