সারা দেশে ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ গঠনের প্রস্তাব গৃহীত হলো কেন্দ্রীয় মন্ত্রীসভায়। এই সিদ্ধান্তের ফলে এমবিবিএস কোর্সে মোট ১৫,৭০০টি আসন বৃদ্ধি পাবে। দ্য ক্যাবিনেট কমিটি অফ ইকনমিক অ্যাফেয়ার্স এই ৭৫টি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রস্তাব মঞ্জুর করেছে। জানানো হয়েছে ২০২১-২২ এর মধ্যে তৈরি হবে এই মেডিক্যাল কলেজগুলি। এই নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে সরকারি চিকিৎসার ক্ষেত্রেও সার্বিক উন্নতি আসবে। এছাড়াও বর্তমান পরিকাঠামোর আরও উন্নত ব্যবহার হবে বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।
জানা গিয়েছে, নির্দিষ্ট জেলাগুলিতে গড়ে তোলা হবে মেডিক্যাল কলেজগুলি। প্রত্যেকটিতে ৩০০টি বেড থাকবে। স্বাস্থ্য খাতে উন্নতির জন্য এর আগেও ৫৮টি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রস্তাব মঞ্জুর করা হয়েছিলো। এর মধ্যে ফেজ-১ এর আওতায় ৩৯টি মেডিক্যাল কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি ২৯টি তৈরির কাজ ২০২২ এর মধ্যে সম্পূর্ণ হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে একথাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
Be the first to comment