আজ শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার সামান্য উন্নতি লক্ষ্য করা গেলেও ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্য়ায় । দিল্লির সেনা হাসপাতালের বুলেটিন থেকে একথা জানা গেছে। সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শ্বাসক্রিয়ার প্যারামিটারগুলির সামান্য উন্নতি হয়েছে।
তবে এখনও তিনি ভেন্টিলেশনেই। গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।
উল্লেখ্য, ১০ অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু। মাথায় আঘাত লাগে। তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত। সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয়। মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত বের করা হয়।
তাঁর শরীরের রক্তচাপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। গতকাল শারীরিক অবস্থার অবনতি হয় প্রণব মুখোপাধ্যায়ের। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। আজ অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
Be the first to comment