প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হল৷ রবিবার রাত থেকে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷
দিল্লির সেনা হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল, রবিবার রাত থেকেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷’ হাসপাতালের তরফে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণের কারণে প্রাক্তন রাষ্ট্রপতি ‘সেপটিক শকে’ চলে গিয়েছেন৷ বিশেষজ্ঞ চিকিৎসকের দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন৷ এখনও গভীর কোমাতেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ ভেন্টিলেশনে রয়েছেন তিনি৷
গত ১০ অগাস্ট ৮৪ বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতিকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় তাঁর অস্ত্রোপচারও করা হয়৷ তার পর থেকেই কোমায় রয়েছেন তিনি৷ হাসপাতালে ভর্তির পরই প্রাক্তন রাষ্ট্রপতির করোনা সংক্রমণও ধরা পড়ে৷
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ তিনিই দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন৷
Be the first to comment