প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ডি-লিট উপাধিতে ভূষিত করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তাঁর হাতে এই সন্মানসূচক উপাধি তুলে দেন। তার আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে প্রণব মুখার্জি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক তাঁকে স্বাগত জানান।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষক-শিক্ষার্থী, ভিআইপি, চট্টগ্রামের সকল মন্ত্রী-এমপি, বিভিন্ন সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়র, রাজনীতিক ও গণমাধ্যমের প্রধানরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে সূত্র থেকে জানা গেছে।
এদিকে, প্রণব মুখার্জির আগমন ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিলো। তাঁর আগমণে আগমনে মঙ্গলবার সকাল থেকে পুলিশ, ডিজিএফআই, এসএসএফ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৭০০ শতাধিক সদস্য মোতায়েন ছিলো।
সূত্রের খবর
Be the first to comment