জীবনে প্রথম বিমা করালেন প্রণব মুখোপাধ্যায়

Spread the love
জীবনে প্রথম বিমা করালেন প্রণব মুখোপাধ্যায়। পলিসির নাম জীবন অক্ষয় বিমা। এলআইসি-র সঙ্গে স্বাক্ষর করলেন পেনশন স্কিমের চুক্তি। বিমা অনুসারে যতদিন তিনি জীবিত থাকবেন, ততদিন বছরে ৭ শতাংশ হারে সুদ পাবেন। তাঁর অবর্তমানে ছেলেমেয়ে ফেরত পাবেন বিমার সম্পূর্ম আ। এই পদক্ষেপ দিশা দেখাবে আপামর ভারতবাসীকে। ঘরে ঘরে পৌঁছে যাবে জীবন অক্ষয় বিমা। তৈরি হবে পেনশন নিয়ে সচেতনতা। আশা, এলআইসি কর্তৃপক্ষের।
তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। দীর্ঘদিন সামলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্বও। একাধারে অর্থনীতি, রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি প্রণব মুখোপাধ্যায়। তাঁর হাতেই শুরু হল পেনশন ফর অল। সৌজন্যে ভারতীয় জীবনবিমা নিগম। প্রত্যেক ভারতবাসীকে পেনশনের সুবিধা পাইয়ে দিতেই এলআইসি-র এই নয়া স্কিম। গত বছর থেকেই শুরু হয় কথাবার্তা । যেহেতু এখনও দেশের অধিকাংশ মানুষই পেনশনের বাইরে, তাই এর গুরুত্বও অনেক বেশি। এলআইসি সিনিয়র পেনশন প্ল্যানার দেবাশিস দত্ত জানান, ‘এখন জিনিসপত্রের দাম বাড়ছে। চিকিৎসার খরচ বাড়ছে। তাই মানুষের হাতে টাকা থাকা দরকার।’
রাজ্যের বিধায়কদেরও এই পেনশন স্কিমের আওতায় আনার কথা ভাবছে এলআইসি। এ নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তাও চলছে। পাশাপাশি, সংসদের শীতকালীন অধিবেশনেও এই পলিসির যাবতীয় তথ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে এলআইসি কর্তৃপক্ষের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*