রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে কাজ করছে না প্রণব মুখার্জী ফাউন্ডেশন, স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি । একটি বিবৃতি দিয়েছেন প্রণব মুখোপাধ্যায় যেখানে তিনি জানিয়েছেন যে তাঁর সংস্থা ও সঙ্ঘের মধ্যে কোনও সম্পর্ক নেই ও এই সংক্রান্ত যাবতীয় খবর সম্পূর্ণ ভিত্তিহীন । ভবিষ্যতেও সঙ্ঘের সঙ্গে কাজ করার কোনও পরিকল্পনা নেই প্রণব মুখোপাধ্যায় ফাউন্ডেশনের । ওই বিবৃতিতে জানানো হয়েছে আগামিকাল ২ সেপ্টেম্বর হরিয়ানার সরকারের আমন্ত্রণে ২টি প্রকল্পের উদ্বোধন করতে গুরুগ্রাম যাচ্ছেন প্রণব । স্মার্টগ্রাম প্রকল্পের আওতায় বেশ কয়েকটি গ্রামের দায়িত্বভার গ্রহণ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি । স্মার্টগ্রামেরই কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও ।
প্রসঙ্গত, নাগপুর শহরে আরএসএস-এর একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন প্রণব, তারপরই সৃষ্টি হয়েছিল তুমুল বিতর্কের । প্রবল সমালোচনার সঙ্গে সঙ্গে প্রণব ও সঙ্ঘের যোগসূত্র নিয়ে প্রচুর জল্পনারও হয়েছিল ।
Be the first to comment