করোনা-বিধি মেনে শববাহী যানেই শেষযাত্রায় প্রণব মুখোপাধ্যায়

Spread the love

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষযাত্রা হল করোনা প্রটোকল মেনেই৷ যেহেতু প্রণববাবু করোনা আক্রান্ত ছিলেন৷ তাই বিশেষ অ্যাম্বুল্যান্সে তাঁর কফিন বন্দি দেহ লোধি রোডে শ্মশানে নিয়ে যাওয়া হল৷

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ৭ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ জাতীয় পতাকা এই ৭ দিন অর্ধনমিত থাকবে৷

এ দিন সকালে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়ের দেহ রাখা হয় রাজাজি মার্গে তাঁর বাসভবনে৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধি, সনিয়া গান্ধি-সহ দেশের তাবড় বিশিষ্ট ব্যক্তিত্বরা শেষ শ্রদ্ধা জানান৷

কোভিড প্রটোকল মেনে প্রাক্তন রাষ্ট্রপতির দেহ শ্মশানে নিয়ে যাওয়া হল কামানবাহী যানের বদলে শববাহী যানে৷

প্রণব মুখোপাধ্যায়ের অস্থি বিসর্জন দেওয়া হবে হরিদ্বারে৷ মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে অপারেশনের আগে তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*