প্রণব মুখার্জিকে নোটিস দিল্লি হাইকোর্টের, শুনানি থেকে সরলেন বিচারপতি প্রতিভা এম সিং

Spread the love

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। ২০১৬-তে তাঁর লেখা একটি বই প্রকাশিত হয়। অভিযোগ, ওই বইটিতে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস নিয়ে তিনি যে তথ্য দিয়েছেন তাতে হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে। তাই বইয়ের ওই অংশ সরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন এক সমাজকর্মী। সেই আবেদনের ভিত্তিতেই প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিক্রিয়া চেয়ে নোটিস পাঠানো হয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এই নোটিস পাঠিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই।

উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতির টার্বুলেন্ট ইয়ার্স বইয়ের ওই অংশ নিয়ে আপত্তি জানিয়ে প্রথমে মামলা করা হয়েছিল পাতিয়ালা হাউজ কোর্টে। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ২০১৬ সালের ৩০ নভেম্বর দিল্লি হাইকোর্টে মামলা করেন আবেদনকারী। আজ তার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি প্রতিভা এম সিং। দিল্লি হাইকোর্টের এই বিচারপতি কোনও কারণ উল্লেখ করেননি এ ব্যাপারে, শুধু এক নির্দেশে বলেছেন, অস্থায়ী প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে আবেদনটি অন্য বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*