নাগপুরে আরএসএসের সভায় প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতার পর থেকেই ৪ গুণ বেড়ে গিয়েছে সংগঠনে যোগদানের জন্য আবেদনকারীর সংখ্যা। প্রণববাবুর ভাষণ আরএসএসের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। সংগঠনে যোগ দিতে চেয়ে সবচেয়ে বেশি আবেদনপত্র এসেছে পশ্চিমবঙ্গ থেকে। ফলে প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতির বক্তব্য যে এরাজ্যের অনেকের মন ছুঁয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। এই বিষয়ে প্রণব মুখোপাধ্যায়কে একটি চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছে আরএসএস। সংঘের তরফে মনমোহন বৈদ্য ওই চিঠিতে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির ভাষণের। আর এসএসের দাবি, সংঘের ওয়েবসাইটে প্রতিদিন গড়ে ৩৭৮টি আবেদনপত্র আসত। ১ থেকে ৬ জুন পর্যন্ত এরকমই ট্রেন্ড দেখা গিয়েছে। কিন্তু ৭ জুন প্রণব মুখোপাধ্যায়ের বক্তৃতার পর এই সংখ্যা প্রতিদিন ১৭৭৯ তে পৌঁছে যায়। আর তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আবেদন আসে এরাজ্য থেকে।
Be the first to comment