প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, ভেন্টিলেশনেই আছেন প্রাক্তন রাষ্ট্রপতি

Spread the love

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ ভেন্টিলেটর সাপোর্টে তাঁকে রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে ৷ সোমবারই ৮৪ বছর বয়সি প্রণব মুখোপাধ্যায়ের একটি অস্ত্রোপচার হয় ৷ সেই অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে ৷

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ আর তা বের করতে একটি জীবনদায়ী অস্ত্রোপচার করা হয় ৷ তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ অবস্থা এখনও সঙ্কটজনক ৷ চিকিত্‍সকদের একটি বিশেষ টিম সব সময় প্রণববাবুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন ৷

প্রসঙ্গত, রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ সোমবার সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিত্‍সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন ৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে ৷ প্রণববাবুর অস্ত্রোপচার সফল হলেও অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি ৷

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ সোমবার হাসপাতালে প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*