সব জল্পনাকে পিছনে ফেলে রাহুলের ইফতার পার্টিতে হাজির প্রণব মুখোপাধ্যায়

Spread the love

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে বুধবার ইফতার পার্টিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ এদিন দিল্লির প্যালেস হোটেলে ইফতার পার্টি উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ প্রণব মুখোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ৷ এছাড়াও ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ৷ ছিলেন বিজেপি বিরোধী ফ্রন্টের নেতারা ৷ ইফতার পার্টি শুরু হওয়ার কিছু পরে অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, কানিমোঝি, শরদ যাদব এবং বিএসপি নেতারাও ৷ এছাড়া এদিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূতও ৷ তবে সব কিছুকে পিছনে ফেলে বুধবারের ইফতার পার্টির মধ্যমণি হয়ে উঠেছিলেন প্রণব মুখোপাধ‍্যায় ৷ পার্টির চলাকালীনই একান্তে বার্তালাপ করতে দেখা যায় রাহুল ও প্রণবকে ৷

মোদী বিরোধী জোটকে শক্তিশালী করতেই কোমর বেঁধে নেমেছেন রাহুল গান্ধী। দিল্লিতে কী এদিনের ইফতার পার্টিতে প্রণব মুখোপাধ‍্যায় কি কিছু টিপস দিলেন রাহুল গান্ধীকে? তবে এই সাক্ষাৎ প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসর সম্পর্কের তিক্ততা কিছুটা হলেও কমাতে পারল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷

আরএসএসের অনুষ্ঠানে যোগদানের কারনে রাহুলের ইফতার পার্টিতে প্রণববাবুর উপস্থিত থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সবকিছুর অবসান ঘটিয়ে খোদ কংগ্রেস সভাপতিই অবশ‍্য এই জল্পনায় জল ঢালেন । রাহুল নিজেই ফোন করে প্রণববাবুকে আমন্ত্রণ জানান। রাহুলের সেই আমন্ত্রণ গ্রহণ করে ইফতার পার্টিতে আসেন প্রাক্তন রাষ্ট্রপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*