ঘরে হোক কিংবা বাইরে প্রসন্নমুখে সামলান বিপর্যয়

Spread the love

রফিকুল জামাদার –

কর্মজীবনে কখনো বিডিও হিসেবে দায়িত্ব সামলেছেন, কখনো এসডিও পদে থেকে দৌড়ে বেড়িয়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারি আধিকারিক হিসেবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে কাজ করেছেন একাধিক জেলায়। এই কাজের সুবাদে পরিচিত হয়েছেন সমাজের নানান শ্রেণীর মানুষের সঙ্গে। কেউ অসহায় দরিদ্র কেউবা পিছিয়ে পড়া শারীরিক দিক থেকে। সমাজের এইসব মানুষদের প্রেরণা জুগিয়েছেন প্রসন্ন কুমার মণ্ডল। বয়স ৬০ পেরিয়েছে তাঁর, বর্তমানে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের যুগ্মসচিব পদে কর্মরত। সরকারি আধিকারিক হিসেবে কেবল নিজের দায়িত্বই সামলাননি, মানুষ হিসেবে যা কর্তব্য তাও করে গিয়েছেন নিঃশর্তে। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো, মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া পরিবারকে বাঁচার আশা দেখানো, কর্মজীবনে এমন একাধিক কাজ করেছেন তিনি। মালদহ হোক কিংবা উত্তর দিনাজপুর, অসহায় মানুষদের পাশে থেকেছেন তিনি।

একসময় অর্থের অভাবে দুই কন্যা সন্তানকে মহাজনের কাছে বন্ধক রেখেছিলেন মা। রামপুরহাটের এসডিও থাকা কালীন এই কথা কানে এসেছিল প্রসন্নবাবুর। সময় নষ্ট না করেই ডিএম এসপিদের সঙ্গে কথা বলে উদ্ধার করেছিলেন ওই দুই কন্যা সন্তানকে। পরবর্তীতে তাদের পড়াশুনা শেখানো, বড় করে তোলার গুরু দায়িত্ব নিঃশব্দে পালন করে গেছেন প্রসন্নবাবু।

রামপুর হাটের আরো একটি ঘটনা প্রমাণ দেয় প্রসন্নবাবুর উদার মনের। রামপুরহাটে দফতর থেকে বেরোনোর সময়ই মুখোমুখি হয়েছিলেন এক অসহায় মায়ের সঙ্গে। সন্তানকে সুস্থ করে তোলার জন্য মাত্র ৫০ টাকার ভিক্ষা চেয়ে আঁচল বাড়িয়ে দিয়েছিলেন সেই মা। ফুসফুসে সংক্রমণে আক্রান্ত শিশুকে বাঁচিয়ে তোলার প্রার্থনা করেছিলেন সেই মা। এক্ষেত্রেও ৫০ টাকা দিয়ে দায়িত্ব এড়িয়ে যাননি প্রসন্ন বাবু। নিজের উদ্যোগে হাসপাতালে ভর্তি করা থেকে চিকিৎসার সব দায়িত্ব পালন করেছেন তিনি। এখানেই শেষ নয় সমাজের এইরকম অসহায় মানুষদের নিয়ে বর্তমানেও নিঃশব্দে কাজ করে চলেছেন প্রসন্নবাবু।

শুধুতাই নয় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন অসহায় মানুষদের বর্ণনা। শেষ দুটি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর দুটি কবিতার বইও।
১) নদী নারী ভালবাসা
২) আপন ডানায়

একদিকে লেখনি অন্যদিকে দরদী মন দুইকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন প্রসন্নবাবু।বহু মানুষের চোখের জল মুছিয়ে আনন্দ খুঁজে পান তিনি। প্রসন্নবাবু আপনি সুস্থ থাকুন ভাল থাকুন আর এইভাবেই হাসি ফুটিয়ে যান সমাজের পিছিয়ে পড়া প্রন্তিক মানুষদের। আজ আপনাকে রোজদিন টিমের পক্ষ থেকে কুর্নিশ জানাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*