২ দিনের সিবিআই হেফাজতে প্রসন্ন রায়

Spread the love

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নকুমার রায়কে দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার নির্দেশ দেওয়া হয়েছে, সোমবার ফের সিবিআই আদালতে পেশ করতে হবে তাঁকে। তদন্তে উঠে এসেছে, এই প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। শুক্রবারই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার তদন্ত নতুন মোড় নেয়। সিবিআই সূত্রে খবর, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে প্রসন্নকে ঘিরে। জানা যায়, এক সময় রঙের মিস্ত্রি হিসাবে কাজ করতেন তিনি।

সিবিআই সূত্রে খবর, এখন তিনি কয়েক কোটি টাকার মালিক। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে বলে অভিযোগ। দিঘা, উত্তরবঙ্গ, জঙ্গলমহলে একাধিক বিলাসবহুল রিসর্টের সঙ্গে প্রসন্ন-যোগ মিলেছে। সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে, উত্তরবঙ্গের চা বাগানও। সিবিআই সূত্রে খবর, রকেট গতিতে উত্থান হয়েছে প্রসন্ন রায়ের। তাঁর জীবনে পরশ পাথরটি কে, এখন সেটাই জানতে চাইছে তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আপাতত গারদের পিছনে পার্থ চট্টোপাধ্যায়। এবার সিবিআইয়ের জালে পার্থ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রসন্নকুমার রায়। গোয়েন্দাদের দাবি, চাকরি চুরির যে অভিযোগ, সেই ঘটনায় সরাসরি যুক্ত এই ব্যক্তি। এমনও সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় মূল চক্রীদের ‘মিডলম্যান’ হিসাবে কাজ করতেন প্রসন্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*