তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর

Spread the love

লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের পরই এসেছিলেন তিনি । নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৃহস্পতিবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের আগেও তাঁর সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন তৃণমূল নেত্রী। আর শুক্রবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। গতকাল বৈঠকের প্রথমে জেলা সভাপতিদের সঙ্গে প্রশান্ত কিশোরের পরিচয় করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রশান্ত। সব শুনে তিনি একটি রিপোর্টও তৈরি করেছেন বলে সূত্রের খবর। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন বলে জানা যাচ্ছে। তবে জেলা সভাপতিদের বিশেষ কোনও পরামর্শ নাকি তিনি দেননি । শুধু তাঁদের সমস্যার কথা শুনেছেন।

উল্লেখ্য, লোকসভা ভোটে তৃণমূলের আসন ৩৪ থেকে কমে হয়েছে ২২। অন্যদিকে রাজ্যে ২ থেকে বেড়ে ১৮-তে পৌঁছেছে বিজেপি । তার উপর ২০২১-এই রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতেই ডাক পড়ে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*