অবশেষে ২১ জুলাইয়ের সমাবেশে হাজির থাকতে চলেছেন প্রশান্ত কিশোর। লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের কৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্তের হাতে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অভ্যন্তরীণ খুঁটিনাটি ও কোথায় গলদ ছিল তা জানতে ইতিমধ্যে একাধিক ঘরোয়া বৈঠক করেছেন প্রশান্ত। দলের জেলা সভাপতিদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন তিনি।
অন্যদিকে, ঘর গোছানোর মধ্যেই লোকসভা ভোট পরবর্তী দলের সবথেকে বড় সমাবেশকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের অন্দরে। মমতাকে সামনে রেখেই চলছে প্রস্তুতি। হোর্ডিং, পোস্টার, ফেস্টুনে রয়েছে শুধু তৃণমূল নেত্রীর ছবি। রাজনৈতিক মহলের মত, এর পিছনে হাত রয়েছে প্রশান্তের। মমতাই যে তৃণমূলের একমাত্র মুখ তা ফের জনমানসে প্রতিষ্ঠা করাই লক্ষ্য পিকের।
পাশাপাশি, সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পৌঁছতে শুরু করেছে বিশিষ্টজনদের কাছে । মঞ্চে হাজির থাকবেন খোদ প্রশান্ত । তৃণমূল সূত্রে খবর, সমাবেশ থেকে তৃণমূল নেত্রীর গ্রহণযোগ্যতা তিনি চাক্ষুষ করতে চান তিনি।
Be the first to comment