আমি দারুণ খুশিঃ প্রশান্ত কিশোর

Spread the love

প্রথম পরীক্ষাতেই ফুল মার্কস নিয়ে পাস করলো পিকে টিম। উপনির্বাচনে জয়ের হ্যাটট্রিক করেছে তৃণমূল। বিশেষত কালিয়াগঞ্জ ও খড়গপুরে এই প্রথমবার জয় পেল তৃণমূল। এর আগে কখনও এই দুই আসনে তৃণমূল জেতেনি। উপনির্বাচনের এই ফলাফলে দারুণ খুশি নির্বাচন রণনীতি গুরু প্রশান্ত কিশোর।

প্রশান্ত বলেন, এই ফলাফলে আমি দারুণ খুশি। লোকসভা নির্বাচনে একপ্রকার ধরাশায়ী অবস্থাই হয়েছিল তৃণমূলের। মোট ২২ টি আসন ধরে রাখতে পেরেছিল শাসকদল। চাপের মুখে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয় তৃণমূল। তারপর থেকেই যেন সব বদলে যেতে থাকে। তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরই নিজের টিম নিয়ে জেলায় জেলায় কাজ শুরু করেন পিকে। শুরু হয় দিদিকে বলো কর্মসূচি। হারানো জমি ফিরে পেতে জোর দেওয়া হয় জনসংযোগে।

উপনির্বাচন উপলক্ষে ৩ কেন্দ্রে মাটি আঁকড়ে পড়ে থেকে কাজ করতে থাকে তারা। কালিয়াগঞ্জে ৫ জনের, করিমপুরে ৪ জনের ও খড়গ্পুরে ৭ জনের দল গত একমাস ধরে লাগাতার চষে ফেলে এলাকা। সাধারণ মানুষের সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ সবকিছু নথিভুক্ত করা হয়।কেন্দ্র ভিত্তিতে তৈরি হয় ইস্তেহার। এই প্রথম উপনির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।

প্রত্যেকটি কেন্দ্রের জন্য আলাদা আলাদাভাবে ইস্তেহার তৈরি করা হয়। কালিয়াগঞ্জ ও খড়গপুর, লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রে যেখানে তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল সেখানে এবার ভালো ভোট পেয়েছেন তারা। আর এতে টিম পিকের যে অনেকটাই কৃতিত্ব, সেটা অস্বীকার করেছেন না ঘাসফুল নেতারাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*