এবার নতুন দায়িত্বে প্রশান্ত কিশোর

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আবারও এক বিজেপি বিরোধী দলের প্রচার কৌশলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন প্রশান্ত কিশোর। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে গাঁটছড়া বাঁধলো পিকের আই-প্যাক। শনিবার টুইটারে এ খবর জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। একইসঙ্গে একথা জানিয়েছে পিকের সংস্থা আই-প্যাকও।

এ প্রসঙ্গে টুইটারে কেজরি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আই-প্যাক এবার আমাদের সঙ্গেও যুক্ত হল। স্বাগত জানাচ্ছি। কেজরিওয়ালের দলের সঙ্গে হাত মেলানোর খবর টুইটারে জানিয়েছে পিকের সংস্থা আই-প্যাকও। টুইটারে তাঁরা লিখেছেন, পাঞ্জাবের ফলের পর বুঝেছিলাম যে আপনারা কতটা কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে খুশি।

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় জোর ধাক্কা খাওয়ার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুরে দাঁড়াতে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন মমতা বন্দ্যোপাধ্যায়। পিকের কৌশলেই সদ্য সমাপ্ত বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে একাই ছক্কা হাঁকিয়েছে মমতা বাহিনী, এমনটাই ব্যাখ্যা রাজনৈতিক মহলের একাংশের।

এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে নিজের দল জেডিইউ-এর অবস্থানের বিরুদ্ধে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রায় রোজই গর্জে উঠছেন প্রশান্ত কিশোর। এই প্রেক্ষিতে মমতা বাহিনীর পর যেভাবে আরও এক বিজেপি বিরোধী নেতা কেজরির সঙ্গে হাত মেলালেন পিকে, তা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, শোনা যাচ্ছে, তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গেও গাঁটছড়া বাঁধতে পারেন এই ভোটকুশলী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*