শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে সাম্প্রতিককালে উঠছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার দলের সঙ্গে কি দূরত্ব ঘোচাতেই সম্ভবত মেদিনীপুরে শুভেন্দুর বাড়িতে গেলেন প্রশান্ত কিশোর। তবে ঘরে ছিলেন না পরিবহণমন্ত্রী। শিশির অধিকারীর সঙ্গে কথা বলেন পিকে।
শুভেন্দুর মতিগতি নিয়ে ইদানীং জল্পনা তৈরি হয়েছে। নেত্রীর নামও নিচ্ছেন না। নন্দীগ্রাম দিবসে অরাজনৈতিক মঞ্চে সভা করেন। সেখানে গরম-গরম কথাও বলেন। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির ছিলেন। সন্ধেয় আবার বাগুইআটিতে কালীপুজোর উদ্বোধনে দেখা যায় শুভেন্দুকে। বাগুইআটিতে আসতে পারলেও নবান্নের বৈঠকে না যাওয়ায় স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছন পিকে। তবে শুভেন্দুবাবু ছিলেন না। তাঁর সঙ্গে পিকের ফোনে কথা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর।
Be the first to comment