মমতার পাশে থাকার বার্তা দিয়ে বিজেপি যোগের জল্পনা ওড়ালেন প্রসূন

Spread the love

প্রসূন বন্দ্য়োপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন ৷ বুধবার দাবি করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ কিন্তু সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন হাওড়ার সাংসদ৷ জানিয়ে দিলেন যে কেউ না থাকলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন ৷

তৃণমূল কংগ্রেসে এখন কেউ না কেউ ‘বেসুরো’ কথা বলছেন ৷ সেই তালিকায় নাকি হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে ৷ এমনটাই জল্পনা ছড়াচ্ছিল কয়েকদিন ধরে ৷ আর সেই জল্পনা আরও বাড়িয়ে দেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷ বুধবার তিনি হাওড়া ময়দানে সভা করেন ৷ সেখানে তিনি দাবি করেন, “বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লাকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷ তাঁরা বিজেপিতে যোগ দেবেনও জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে ৷ সেই প্রসঙ্গও বুধবার তুলেছিলেন সৌমিত্র৷ বলেছিলেন, একজন ক্রিকেটার আগেই চলে এসেছেন এবার ফুটবলারও থাকবেন না। বিজেপিতে চলে আসবেন।

ফলে প্রসূনের বিজেপি যোগ ঘিরে জল্পনা ছড়ায় ৷ এদিন প্রসূন বলেন, আমার একটা নীতি আছে। হাওড়ার মানুষ আমায় গণ্ডা গণ্ডা ভোট দিয়ে পরপর তিনবার জিতিয়েছে। এবার সাংসদের মধ্য আমি সর্বোচ্চ ভোট পেয়েছি ৪৭ শতাংশ। এগুলো খুব বালখিল্যতা হচ্ছে।

একই সঙ্গে তিনি বলেছেন, মমতাকে আমি ভালবাসি, শ্রদ্ধা করি। যে যুদ্ধ উনি করেছেন তার সঙ্গে আমি ছিলাম। উড়ে এসে জুড়ে বসিনি। হাওড়ার মানুষ আমায় তিনবার ভোট দিয়েছে৷ তাঁরাও বা কী ভাববে! যদি কেউ মমতার পাশে না থাকে প্রসূন বন্দ্যোপাধ্যায় থাকবে।

এদিন শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়েও মুখ খোলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই প্রাক্তন ফুটবলার৷ তিনি বলেন, আমি শুভেন্দুকে ভীষণ ভালবাসতাম। ওঁর বাবাও মাঠে আসত। আমার খারাপ লেগেছে। শুভেন্দুর মনখারাপ, অভিমান অবশ্যই হতে পারে। একটা পরিবারে বাবা-মা সব ছেলেকে সবসময় সমানভাবে দেখতে পারে না। এই দুঃসময়টা যদি তিনি জড়িয়ে ধরে থাকতেন, তাহলে বোধহয় বেশি ভাল হত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*