ট্যাংরা-কাণ্ডে হাসপাতাল থেকে ছাড়া পেতে গ্রেফতার প্রসূন দে

Spread the love

রোজদিন ডেক্স: ট্যাংরা-কাণ্ডে গ্রেফতার প্রসূন দে। তাঁকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া হয়। তারপরই তাঁকে কলকাতা পুলিশ ট্যাংরা থানায় নিয়ে চলে যায়। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, তিনজনকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে।
পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকায় বসবাস চামড়ার ব্যবসায়ী দে পরিবারের। সেখানকার অতুল শূর রোডের একটি বাড়িতে দুই ভাই প্রণয় ও প্রসূন থাকতেন। গত ১৯ ফেব্রুয়ারি ভোরের দিকে ইএম বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি থেকে প্রণয়, প্রসূন ও প্রণয়ের ছেলেকে উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূন ও প্রণয়ের ছেলেকে নিয়ে আসা হয়। প্রণয় এখনও সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে যাওয়ায় সোমবার প্রসূনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। আর তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়, প্রসূন দে-কে জিজ্ঞাসাবাদ করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আমরা তাঁর সুস্থতার অপেক্ষায় ছিলাম। হাসপাতাল থেকে তাঁর ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই তাঁকে থানায় এনে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়৷ বয়ানে অসঙ্গিত মিলতেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*