দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে পাওয়া গেলো বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়াকে। সোমবার গভীর রাতে আমেদাবাদের শাহিবাগ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে৷ বর্তমানে আমেদাবাদের চন্দ্রমণি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে৷ পার্টি অফিস যাওয়ার পথে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। তবে কী কারনে তিনি নিখোঁজ হয়ে গেলেন তা বলার মতো সেটি শারিরীক অবস্থা নেই তাঁর। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তোগাড়িয়ার অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হলেও কথা বলার অবস্থায় নেই তিনি। সোমবার দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা গোলমাল শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় সোলা পুলিশ স্টেশনে। অবরুদ্ধ হয়ে পড়ে সরখেজ-গান্ধীনগর হাইওয়েও।
প্রসঙ্গত, একটি খুনের মামলায় প্রবীণ তোগাড়িয়াকে গ্রেপ্তারের জন্য সোমবার গুজরাটে এসেছিল রাজস্থান পুলিশের একটি বিশেষ টিম। বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা নিখোঁজ হওয়ার পর কর্মীরা অভিযোগ করেন, রাজস্থান পুলিশের ওই টিম তাঁকে গ্রেপ্তার করেছে। তবে সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সোলা পুলিশ স্টেশনের আধিকারিক জে এস প্যাটেল।
জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শেষবারের মতো দেখা যায় তাঁকে। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা তাঁর। উল্লেখ্য, ১৯৯৬ সালের একটি খুনের চেষ্টার মামলায় আমেদাবাদ মেট্রোপলিটন আদালত প্রবীণ তোগাড়িয়া ও অন্য ৩৮ জনের বিরদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে সোমবার খুঁজে পাওয়া গেলো তাঁকে।
Be the first to comment