বিশ্ব হিন্দু পরিষদ ছাড়লেন প্রবীণ তোগাড়িয়া, মঙ্গলবার থেকে শুরু করবেন অনশন

Spread the love

দল ছেড়ে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়া। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সংঘের সঙ্গে তাঁর সংঘাত চলছিলো। এমনকি গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁকে খুন করার ষড়‌যন্ত্রেরও অভি‌যোগ তোলেন তিনি। আর শনিবার সেই বিবাদ চরমে ওঠে।

উল্লেখ্য, শনিবার বিশ্বহিন্দু পরিষদের নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল বিষ্ণু সদাশিব কোকজে। গত ৫২ বছরে ভিএইচপির ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক প্রেসিডেন্ট নির্বাচন করা হল গোপন ব্যালটে। কোকজের ক্যাবিনেটে রাখা হয়নি তোগাড়িয়াকে। এতেই ভয়ানক চটে ‌যান তোগাড়িয়া।

প্রসঙ্গত, কোকজের প্রতিদ্বন্দ্বী ছিলেন রাঘব রেড্ডি। কোকজে পান ১৩১টি এবং রেড্ডি পান মাত্র ৬০টি ভোট। সংগঠনের মোট ১৯২ সদস্য এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। রেড্ডি আগেই ঘোষণা করেছিলেন তিনি সভাপতি নির্বাচিত হলে তাঁর ক্যাবিনেটে থাকবেন তোগাড়িয়া। কিন্তু তিনি হেরে যাওয়াতে সব আশা শেষ হয়ে যায়।

আর এরপরই ভীষণ চটে যান তিনি। দাবি করেন তাঁকে সরিয়ে দেওয়ার জন্যই ভোটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েন নি তোগাড়িয়া। পরে তিনি সাংবাদিক বৈঠক করে বিশ্বহিন্দু পরিষদ ছাড়ার কথা ঘোষণা করেন।

জানা গিয়েছে, হিন্দুদের অধিকারের জন্য লড়াই, কাশ্মীরি পণ্ডিতদের জন্য পুনর্বাসন এবং কৃষকদের অধিকারের জন্য মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালে অনশন শুরু করবেন তোগাড়িয়া।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*