‘ওরা হৃদয়ের রং জানে না’

Spread the love

‘ওরা হৃদয়ের রং জানে না’ দক্ষিণ কলিকাতা সার্ব্বজনীন দুর্গাপূজার থিম এটি। ঐকতান- এর মাধ্যমেই ওঁরা মানুষকে বার্তা দিতে চান। আপাত অর্থে মনে হতে পারে তৃণমূল কংগ্রেস প্রভাবিত এই ক্লাবটি বিরোধী বিজেপিকে লক্ষ্য করেই বলছে যে ওরা হৃদয়ের রং জানে না। অর্থাৎ মানুষের হৃদয়ের ভিতরে যে আকুলতা আছে তা ছুঁতে পারেনি ওরা। কিন্তু না পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বললে সেই ভুল ভেঙে যায়। ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার সময় পুজোর অন্যতম উদ্যোক্তা সন্দীপ বক্সী জানালেন আমরা ওরা বলতে বুঝিয়েছি প্রতিমার শিল্পী কে, আমরা ওরা বলতে বুঝিয়েছি আলোক শিল্পী কে, আমরা ওরা বলতে বুঝিয়েছি পুরোহিতকে, আমরা ওরা বলতে বুঝিয়েছি পুলিশকে, আমরা ওরা বলতে বুঝিয়েছি বারবনিতাকে, আমরা ওরা বলতে বুঝিয়েছি কর্পোরেটকে, আমরা ওরা বলতে বুঝিয়েছি কুলিকে।

এইরকম সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ আছেন যাঁরা হৃদয়ের কোন আলাদা রঙ দেখেন না, যাঁরা তাঁদের অন্তরের আকুতি দিয়ে মৃন্ময়ী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন, মা হয়ে ওঠেন চিন্ময়ী। এইরকমই চিন্তাভাবনা আমাদের। সকলকে নিয়ে ঐক্যের আহ্বান আমরা এই থিমের মধ্যে দিয়ে আনতে চেয়েছি।

একথা আমাদের অনেকেরই জানা এই পুজোর সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, সাংসদ সুব্রত বক্সি। আগামীকাল খুঁটি পুজোর দিনে ভবানীপুর থানার সামনে উপস্থিত থাকবেন তিনি। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অপর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এইভাবেই ঐক্যের বার্তা দিয়ে ‘ঐকতান’ এর মাধ্যমে ১৩ই সেপ্টেম্বর রবিবার খুঁটি পুজোর অনুষ্ঠানে আহ্বান জানানো হয়েছে সকলকে।

এখানে কোন রঙ দেখা হচ্ছে না, এখানে শুধুমাত্র মানুষের মানুষের সাথে মিলনের বার্তা থাকবে, থাকবে ঐক্যের বার্তা। আমরা সকলেই সেই ঐকতান দেখার জন্য অপেক্ষায় রইলাম।
রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘ওরা কাজ করে’- সেই ওরা অর্থাৎ সমাজে তৃণমূল স্তরের মানুষ। তাঁদেরই ঐক্যের কথা, তাঁদেরই সৃষ্টির কথা, তাঁদেরই কর্মচঞ্চলতার কথা, তাঁদেরই অবদানের কথা মনে রেখে তাঁদেরই দ্বারাই যে একটি পুজো সংঘটিত হয় সেই কথা মনে রেখেই এই ভাবনা- এরকম জানালেন পুজো উদ্যোক্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*