তৎকালে না পেলেও প্রিমিয়াম তৎকালে আপনি টিকিট পাবেনই, রইলো কিছু তথ্য; পড়ুন!

Spread the love
পেশার তাগিদে বাইরে থাকেন অনেকেই ৷ কিন্তু উৎসবের দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটাতে কে না চায় ? তবে, এই পুজো মরশুমে টিকিট পেতেই কালঘাম ছোটে সকলের ৷ দু’তিন মাস আগে টিকিট না কাটলে ওয়েটিং লিস্টেই নাম উঠবে আপনার ৷ এছাড়াও রয়েছে তৎকালে টিকিট কাটার সুযোগ ৷
তবে, এবারে আপনার জন্য রয়েছে সুখবর ৷ তৎকাল ছাড়াও আপনি প্রিমিয়াম তৎকালে টিকিট বুক করতে পারেন ৷ তৎকালে না পেলেও প্রিমিয়াম তৎকালে আপনি টিকিট পাবেনই ৷ ২৪ ঘণ্টা আগে থেকে আপনি টিকিট বুক করতে পারবেন ৷
পেশার তাগিদে বাইরে থাকেন অনেকেই ৷ কিন্তু উৎসবের দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটাতে কে না চায় ? তবে, এই পুজো মরশুমে টিকিট পেতেই কালঘাম ছোটে সকলের ৷ দু’তিন মাস আগে টিকিট না কাটলে ওয়েটিং লিস্টেই নাম উঠবে আপনার ৷ এছাড়াও রয়েছে তৎকালে টিকিট কাটার সুযোগ ৷
তবে, এবারে আপনার জন্য রয়েছে সুখবর ৷ তৎকাল ছাড়াও আপনি প্রিমিয়াম তৎকালে টিকিট বুক করতে পারেন ৷ তৎকালে না পেলেও প্রিমিয়াম তৎকালে আপনি টিকিট পাবেনই ৷ ২৪ ঘণ্টা আগে থেকে আপনি টিকিট বুক করতে পারবেন ৷
কি এই প্রিমিয়াম তৎকাল ? দেখে নিন একনজরে—
১) যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে সকাল ১০টায় টিকিট বুকিং শুরু হয় ৷ তবে, সেটি এসি কোচের জন্য ৷ নন-এসি কোচের জন্য সকাল ১১টা থেকে টিকিট বুক করতে হয় ৷
২) আইআরসিটিসি-র নিয়ম অনুসারে, এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে পারেন না ৷
৩) এই তৎকাল টিকিটের মাধ্যমে শুধুমাত্র কনফার্ম টিকিটই বুক করতে পারবেন আপনি ৷ ওয়েটিং লিস্ট কিংবা আরএসি শ্রেণীর টিকিট পাবেন না আপনি ৷
৪) অনলাইনেই একমাত্র আপনি এই তৎকাল প্রিমিয়াম টিকিট বুক করতে পারবেন ৷
৫) এই টিকিটের দাম সকলের জন্যই এক হয় ৷ ছোটদের জন্যও কোনও ছাড় নেই ৷
৬) টিকিট বুকিংয়ে আইডি কার্ড অবশ্য প্রয়োজনীয় ৷
৭) যদি কোনও কারণে আপনি প্রিমিয়াম তৎকাল টিকিট ক্যান্সেল করতে চান ৷ তাহলে সেই টাকা আপনি ফেরত পাবেন না ৷
৮) এছাড়াও তৎকাল টিকিটের মতই প্রিমিয়াম তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*