প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ খোদাই করা নাম ফলকেও কালি, অভিযোগের তীর পড়ুয়াদের বিরুদ্ধেই

Spread the love

কলকাতাঃ ক্যাওড়াতলায় মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মূর্তিতে কালি দেওয়ার ঘটনার পর এবার একই রকম নক্কারজনক ঘটনা ঘটলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের দুশো বছরে অন্য কৃতি প্রাক্তণীদের মতো তার নামও খোদাই করা ছিলো। সেই খোদাই করা নাম ফলকে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একংশের বিরুদ্ধে। তবে দীর্ঘদিন ধরে অতি বাম মনস্ক ছাত্র সংগঠন আধিপত্য এখানে চিরকালই। তাদের দিকেই প্রাথমিক ভাবে অভিযোগ উঠছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, কাল রাত অবধি বিশ্ববিদ্যলয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তার কথা হয়েছে। কাল রাত অবধি এই ফলকে কালি ছিল না। তার মতে আজ ভোরের দিকে ঘটনাটি ঘটেছে। শ্যামাপ্রসাদের নাম ফলকে কালি লাগানোর ঘটনায় আমি তীব্র ভাষায় নিন্দা করছি। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় কোনও লিখিত অভিযোগ জানাবে না। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়। তাই এটা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র ছাত্রী এই কাজ করেছে আমি বিশ্বাস করি না। কারা করলো সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের সাথেও আমি কথা বলবো। কী ভাবে এই ঘটনা ঘটলো।
অন্যদিকে, এই ঘটনায় রাজ্য বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, “আমি এই বিষয়টি তীব্র ভাবে নিন্দা জানাচ্ছি। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নাম ফলক দ্রুত সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে না দেয়। তা হলে এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নামবো”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*