উপাচার্যের আলোচনায় বসার দাবিতে অবস্থান অব‍্যহত প্রেসিডেন্সির পড়ুয়াদের

Spread the love

উপাচার্যকে আলোচনায় বসতে বাধ্য করতে গতকাল সন্ধে ছ’টা থেকে অবরোধ করে অবস্থান শুরু করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ও পড়ুয়ারা । MG রোড অবরোধ করে সেই অবস্থান বিক্ষোভ সন্ধে থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলে । এরপর সকাল ৯টা ১৫ নাগাদ পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের আশ্বস্ত করলে MG রোড ছেড়ে কলেজ স্ট্রিটের মুখে অবরোধ করেন বিক্ষুব্ধরা । কিন্তু, পুলিশের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ায় আবারও সেই রোড অবরোধ করতে গেলে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচলতি মানুষদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অবস্থানকারীরা । যদিও শেষ পর্যন্ত তাঁদের আবেদন মেনে রোড ছেড়ে কলেজ স্ট্রিটের মুখেই অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ।

গতকাল থেকেই অবরোধের জেরে MG রোড ও কলেজ স্ট্রিট এলাকাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । সেই কারণে আজ সকালে পুলিশ এসে অবস্থানকারীদের MG রোড ছেড়ে দিতে বলে । অবস্থানকারীদের দাবি, পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ আসবে কথা বলতে । সেই আশ্বাস পেয়ে এক ঘণ্টার জন্য MG রোড থেকে অবস্থান সরিয়ে নেয় পড়ুয়ারা । কিন্তু এক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ তথা উপাচার্য না আসায় ১০টা ২০ নাগাদ ছাত্ররা পুলিশের কাছে জানতে চায় কর্তৃপক্ষ কোথায়? সদুত্তর না পেয়ে তারা পুনরায় MG রোড অবরোধ করে । তখনই স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয় সঙ্গে ছাত্র-ছাত্রীদের । আন্দোলনকারী পড়ুয়াদের সাফ বক্তব্য, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া তাঁদের সঙ্গে এসে আলোচনা করছেন, তাঁদের দাবি-দাওয়া নিয়ে সদুত্তর না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান-অবরোধ চালিয়ে যাবেন তাঁরা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*