প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জারি অচলাবস্থা!

Spread the love
হিন্দু হস্টেল ফেরত দেওয়ার দাবিতে গতকাল থেকে ধরনায় বসেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই ধরনা চালিয়ে যাবেন বলে জানান।
আজ ডিনকে ঘেরাও করেন পড়ুয়ারা। কিন্তু তাঁদের অভিযোগ, ধরনা দিলেও রেজিস্ট্রারের ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান ডিন। পড়ুয়াদের বক্তব্য, তিন বছর আগে তাঁদের বলা হয়, ১১ মাস পর ইডেন হিন্দু হস্টেলটা দেওয়া হবে। এরপর তিনবছর পেরিয়ে গেলেও হস্টেল পাওয়া যায়নি। ফের আবেদনের পর জানানো হয়, ১ অগাস্ট হস্টেল তুলে দেওয়া হবে পড়ুয়াদের। কিন্তু তারপরও হস্টেল ফিরে পায়নি পড়ুয়ারা। এরপর গতকাল থেকে অবস্থান শুরু করে তারা।
পড়ুয়াদের বক্তব্য, বর্তমানে যেখানে তারা রয়েছে সেটা HIDCO-র প্রজেক্ট। পাঁচটা বিল্ডিংয়ের মোট ৮০টি ফ্ল্যাটে পড়ুয়ারা থাকে। নিউটাউনের তাড়ুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্টেলে থাকে তারা। বিশ্ববিদ্যালয় থেকে যা অনেকটা দূরে। ফলে যাওয়া আসাতেই অনেক সময় ব্যয় হয়। পাশাপাশি তাদের অভিযোগ, হস্টেলটি বসবাসযোগ্য নয়। আবাসনের সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ। খানাখন্দে ভরা। আশপাশ জনশূন্য। আশপাশে ডাক্তার বা ওষুধের দোকান পর্যন্ত নেই।
রাত জেগে পড়ার জন্য অনেকেরই সকালে উঠতে দেরি হয়। আটটা থেকে সাড়ে আটটার মধ্যে না বেরোলে ক্লাস মিস হয়ে যায়। এত সকালে সব ছাত্রের খাবার তৈরি হয় না। তাই বেশিরভাগ দিন না খেয়ে ক্লাসে আসতে হয়। পানীয় জলও খারাপ। আবার ফিরতে দেরি হলে রাতের খাবারও অনেক সময় পায় না। দীর্ঘদিন ধরে এইসব অভাব অভিযোগের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*