
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণের পর এদিন শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, রাহুল গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেন মনোজ কুমারের প্রয়াণে। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখিত কিংবদন্তি অভিনেতা এবং চিত্রপরিচালক মনোজ কুমারের প্রয়াণের খবরে। ভারতীয় সিনেমায় তিনি অবর্ণনীয় ছাপ রেখে গিয়েছেন। ওঁর লম্বা এবং উজ্জ্বল কেরিয়ার জীবনে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন দেশাত্মবোধক ছবির জন্য।’
Deeply saddened by the passing of legendary actor and filmmaker Shri Manoj Kumar Ji. He was an icon of Indian cinema, who was particularly remembered for his patriotic zeal, which was also reflected in his films. Manoj Ji’s works ignited a spirit of national pride and will… pic.twitter.com/f8pYqOxol3
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং মনোজ কুমারের দুটো ছবি শেয়ার করেন। এদিন নরেন্দ্র মোদী লেখেন, ‘ গভীর ভাবে শোকাহত কিংবদন্তি অভিনেতা এবং চিত্রপরিচালক শ্রী মনোজ কুমারের প্রয়াণে। তিনি ভারতীয় ছবির একজন আইকন ছিলেন যিনি মূলত তাঁর দেশাত্মবোধক ছবির জন্য, দেশাত্মবোধের জন্য জনপ্রিয় ছিলেন। সেটা তাঁর ছবিতেও ফুটে উঠেছে। মনোজ জির কাজ ভারতের গর্বকে, অতীতকে মনে করিয়েছে বারবার, আগামীতেও করবে। ওম শান্তি।’
Shri Manoj Kumar ji was a versatile actor, who would always be remembered for making films full of patriotism. Popularly known as ‘Bharat Kumar’ his unforgettable performances in films like ‘Upkaar’, ‘Purab and Paschim’ have enriched our culture and have endeared him to people…
— Rajnath Singh (@rajnathsingh) April 4, 2025
এদিন এক্স হ্যান্ডেলে রাজনাথ সিং লেখেন, ‘ শ্রী মনোজ কুমার একজন অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন, যিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন দেশাত্মবোধক ছবিতে কাজ করার জন্য। তাঁকে ভারত কুমার বলেও ডাকা হতো। উপকার, পূরব ও পশ্চিম সহ একাধিক ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, মানুষকে বাধ্য করেছেন তাঁর কাজের জন্য তাঁকে মনে রাখতে। উনি ওঁর কাজের মাধ্যমেই বেঁচে থাকবেন। ওঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’
এদিন রাহুল গান্ধী সোশ্যাল মাধ্যমে শোক প্রকাশ করে লেখেন,’ হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা, লেখক এবং পরিচালক মনোজ কুমার জি-এর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক।
তাঁর চলচ্চিত্রগুলি বিনোদনের পাশাপাশি দেশপ্রেম এবং সামাজিক বার্তার মাধ্যম ছিল যা সিনেমা জগতে এক অমোচনীয় ছাপ ফেলেছিল।
শোকের এই মুহূর্তে আমি তাদের প্রিয়জন এবং সমস্ত ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
Saddened by the demise of veteran actor and filmmaker Manoj Kumar today. Known for his patriotic films, ‘Bharat Kumar’, as he was often called, represented the idea of devotion to the motherland. His death is a great loss for our cineworld.
My condolences to his family, friends,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2025
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়েছেন, তিনি বলেন, ‘আজ প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য খ্যাত ‘ভারত কুমার’, যাকে প্রায়শই ডাকা হত, তিনি মাতৃভূমির প্রতি নিষ্ঠার ধারণার প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
Be the first to comment