অংশুমান চক্রবর্তী
৩ থেকে ৭ নভেম্বর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হবে ইন্দ্ররঙ মহোৎসব। এইবার মঞ্চস্থ হবে ১০টি নাটক। উৎসব আহ্বায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘এই মহোৎসব শুরু হয়েছিল ২০১৭ সালে। পরপর দুই বছরে অংশ নিয়েছেন ভারতের প্রথিতযশা নাট্য-ব্যক্তিত্বরা।
তৃতীয় বছরের এই আয়োজন অন্তর্বঙ্গ জেলা-ভিত্তিক প্রতিযোগিতামূলক সর্ববৃহৎ পূর্ণাঙ্গ নাট্যোৎসব। অবশ্য কলকাতা জেলা ব্যতীত।’ ৯ নভেম্বর হোটেল হলিডে ইন-এর দরবার ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত উৎসব-কেন্দ্রিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব অধ্যক্ষ ব্রাত্য বসু, দেবশঙ্কর হালদার, কাঞ্চন মল্লিক প্রমুখ। এই মহোৎসবের আয়োজন করেছে পাইকপাড়া ইন্দ্ররঙ্গ।
Be the first to comment