প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দফার ইন্টারভিউ কবে? বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ

Spread the love

২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকের শিক্ষকপদে যোগ্যতা নির্ধারক পরীক্ষা (টেট)-য় উত্তীর্ণদের জন্য প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়ার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, এ বার কলকাতায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশনের সময় ইন্টারভিউয়ের জায়গা হিসাবে যাঁরা ‘কলকাতা’ বেছে নিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার সেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

ইন্টারভিউয়ের জন্য কখন, কোথায় আসতে হবে প্রার্থীদের, তা তাঁদের প্রত্যেককে মেল করে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকেও কল লেটার ডাউনলোড করে নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনও প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউতেই বসতে দেওয়া হবে না। পাশাপাশি ইন্টারভিউয়ে স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে।

পর্ষদ জানিয়েছে, চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*