উত্তর কলকাতা জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ১৬নং চক্র ও রাজ্য প্রাথমিক পর্ষদ গেমস ও স্পোটর্স গ্রুপ এর কলকাতা জেলার উদ্যোগে কলকাতার ট্যাংরা অঞ্চলে মতিঝিল এফ পি স্কুলের প্রধান শিক্ষক এর সহযোগীতায় পাঠশালা মডেলের অনুকরনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। গতকাল এই অনুষ্ঠান হয়৷
তাঁদের উদ্দ্যেশ্য হল সাধারনত: সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরীব ছাত্র ছাত্রীরা পড়াশুনা করতে আসে, কিন্তু বিগত ৫ মাস ধরে লকডাউন বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ তাই গরীব ছাত্র ছাত্রীরা অনলাইন পড়াশুনা করতে পারছে না। তাই শিক্ষকরা বাড়িতে না বসে থেকে অল্প অল্প করে ছাত্র ছাত্রীর সাথে যোগাযোগ করে পড়াশুনার ব্যবস্থা করা। গতকাল ট্যাংরা অঞ্চলে তার সাথে শিক্ষকরা ছাত্রদের জন্য টিফিনের ও ব্যবস্থা করেছিল।
এই পাঠাশালায় মানা হয় স্যোশাল ডিসটান্স, মাস্ক, সানিটাইজার ব্যবহার করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সভাপতি পলাশ সাধুখাঁ, উত্তর কলকাতা জেলা সভাপতি আশিষ বিশ্বাস, কার্যকরী সভাপতি মনোজ ভট্ট্যাচার্য, ১৬নং চক্র সহ সভাপতি আফতাব আহমেদ সিদ্দিকী, প্রধান শিক্ষক এখলাখ আহমেদ, সহশিক্ষক ফৈয়জ মুস্তাফা, মুস্তাফা আনসারি, পরশুরাম বারুই প্রমুখ।
Be the first to comment