চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১০ ডিসেম্বর হবে চলতি বছরের প্রাথমিকের টেট। বুধবার, সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিনই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
NCTE গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট নিতে হবে। গত বছর ১১ ডিসেম্বর টেট হয়। পাঁচ বছর পরে সেই পরীক্ষার আয়োজন করে পর্ষদ। তবে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। এ বছরেও ডিসেম্বরেই হবে টেট।
দেখুন একনজরে!
• ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
• দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে।
• ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
• বৃহস্পতিবার সন্ধে ৭টার পরে পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।
গতবার বিএড পাশরাও প্রাথমিক টেটে বসতে পেরেছিলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে, এবার তাঁরা টেট দিতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার পরীক্ষায় বসতে পারবেন।
Be the first to comment