
রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৪ এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতার একটি মিছিল থেকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানালেন তিনি।
রবিবার ওয়াকফ ও শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে মিছিল করে বিজেপি। সেই মিছিল থেকেই শুভেন্দু অধিকারী বলেন, “আগামী কিছু দিনের মধ্যে প্রধানমন্ত্রী আসার কথা আছে। তারপরেই আমরা নবান্ন অভিযানের ডাক দিতে চাই । সেটা রাজ্য সভাপতি আলোচনা করে ঘোষণা করবে দিনক্ষণ। শিক্ষক দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। আন্দোলনের পথ দেখাবে।”
Be the first to comment