বিয়ের কেক অন্যরকম, ঐতিহ্যে বদল আনলেন প্রিন্স হ্যারি

Spread the love
বিশেষ প্রতিনিধি,
রাজকীয় বিয়ের প্রহর গুনছে ব্রিটেন৷ রাত পোহালেই সেজে উঠবে দ্য কেনসিংটন প্যালেস, যেখানে বসবে রাজকীয় বিয়ের আসর৷ রাজকীয় বিয়ের নানা রীতিতে মেনুতে সামান্য বদল ঘটিয়েছিলেন প্রিন্স হ্যারি নিজে৷ দীর্ঘদিনের চলের আসা ঐতিহ্য ভেঙে বদলাচ্ছে বিয়ের কেকের ফ্লেভারও৷ রানির পরিবারে এতদিন ধরে বিয়ের কেক হিসেবে ফ্রুট কেক-কেই প্রাধান্য দেওয়া হত ৷ তবে সেই নিয়মকে ভাঙলেন প্রিন্স ৷
ফ্রুট কেকের জায়গায় অর্ডার দিয়েছেন ‘লেমন এলডের ফ্লাওয়ার’ ৷ রাজকীয় বিয়ের অন্যতম আকর্ষণ এই কেকের বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে শুক্রবার৷ কেকটির প্রস্তুতকারক ক্লেইরে পাক বলেন, ‘কেকটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে৷ অতিথিদের সামনে এটিকে নিয়ে যাওয়া হবে বিশেষ চমকের সাথে৷ বাকিংহাম প্যালেসের রান্নাঘরেই পাঁচদিন ধরে ছয় জন কর্মী কেকটি বানাচ্ছেন৷ কেকটি দিয়ে শনিবার বিকেলে প্রাসাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬০০ অতিথিকে আপ্যায়ন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*