সাফল্যের সঙ্গে পৃথ্বী-২ মিসাইলের উৎক্ষেপণ করলো ভারত

Spread the love

আবারও প্রতিরক্ষা ক্ষেত্রে ফের বড় সাফল্য ভারতের। অগ্নির পর এবার রাতের অন্ধকারে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে সফল হল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র। বুধবার রাতে ওডিশা উপকূল থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে ভূমি পৃথ্বী ২-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। রাতের অন্ধকারে এর দক্ষতা সম্পর্কে নিশ্চিত হবে এদিন একটির পরিবর্তে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এই অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হল পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রটি।

জানা গিয়েছে, এদিন রাত ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যবর্তী সময়ে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দু’টি পৃথ্বী ২ ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। দু’টি ক্ষেপণাস্ত্রই ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি।

প্রসঙ্গত, ৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে পৃথ্বী-২। পারমাণবিক অস্ত্র নিয়েও সাড়ে ৩০০ কিলোমিটার আওতার মধ্যে কোনও লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা রাখে এটি। বহু আগেই ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে আণবিক অস্ত্র বহনে সক্ষম ঘাতক পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রকে। দিনের আলোতে বহু আগেই নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছে পৃথ্বী-২।

মাঝে মধ্যেই ভাণ্ডারে থাকা মিসাইলগুলো পরীক্ষা করে দেখে ভারতীয় সেনাবাহিনীর ‘স্ট্রেটেজিক ফোর্সেস কমান্ড’ এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। তারই অঙ্গ হিসেবে এই আয়োজন। দিন কয়েক আগেই রাতের অন্ধকারে ২০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম অগ্নি –২ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা করে ভারত। সেইে তালিকায় এবার যুক্ত হল পৃথ্বী ২-এর নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*