বুধবার ভুবনেশ্বরে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বাইয়ের পৃথ্বী শ আবার সেঞ্চুরী করলেন ওড়িশার বিরুদ্ধে। ১৭ বছরের পৃথ্বী এই নিয়ে চতুর্থ শতরান করলেন এই সিজনে। তাও মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে। এই বয়সে এই কৃতিত্ব করেছেন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান সচীন তেন্ডুলকার। আজ ওড়িশার বিরুদ্ধে পৃথ্বী ১৫৩ বলে ১০৫ রান করেছেন। স্ট্রাইক রেট ৬৮.৬৩।
এ বছরেই তার রঞ্জী অভিষেক হয়। অভিষেকেই তিনি সেঞ্চুরী করেন। তারপর দিলীপ ট্রফির অভিষেক ম্যাচেও সেঞ্চুরী হাঁকান তিনি। নির্বাচকরা তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশে সু্যোগ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ওয়ার্ম ম্যাচেও পৃথ্বী শ ৬৬ রান করে দলকে জেতাতে সাহায্য করেছিলেন। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের প্রশংসাও আদায় করে নিয়েছিলেন।
Be the first to comment