ডোপিংয়ের অভিযোগে ৮ মাসের জন্য সাসপেন্ড পৃথ্বী শ

Spread the love

ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ’য়ের নাম জড়িয়ে পড়লো ডোপিংয়ে ৷ আট মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হল BCCI-এর পক্ষ থেকে। মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই একথা জানিয়েছে। BCCI জানায়, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে নথিভুক্ত পৃথ্বী শ অজান্তেই তাঁর পাকস্থলিতে এক এমন নিষিদ্ধ বস্তু প্রবেশ করিয়েছেন যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।

বিবৃতিতে বলা হয়েছে, BCCI-এর অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য চলতি বছরের ফেব্রুয়রিতে ইন্দোরে পৃথ্বী মূত্রের নমুনা জমা দেন। তাঁর নমুনায় টার্বুটালাইন মিলেছে। টার্বুটালাইন একটি এমন পদার্থ যা তালিকা অনুযায়ী ঘরে ও বাইরে, দুই প্রতিযোগিতাতেই নিষিদ্ধ। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৬ জুলাই অ্যান্টি-ডোপিং রুল ভায়োলেশন (ADRV) কমিশনের দ্বারা BCCI Anti-Doping Rules (ADR)-এর ২.১ ধারা অনুযায়ী পৃথ্বী শকে অভিযুক্ত করা হয় ৷ বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে সাসপেন্ড করা হয় তাঁকে।

তবে পৃথ্বী শ বলেন, এটা অনিচ্ছাকৃত। সর্দির জন্য কফ সিরাপ খেয়েই এটা হয়েছে। তবে আরও সতর্ক থাকা উচিত ছিল ৷ এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী BCCI পৃথ্বী শয়ের ব্যাখ্যা মেনে নিয়েছে ৷ ADRV-এর অভিযোগের ভিত্তিতে আট মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে ৷ পৃথ্বী ছাড়াও ঘরোয়া ক্রিকেটের দুই তারকা বিদর্ভের অক্ষয় দুলারওয়ার এবং রাজস্থানের দিব্য গজরাজকেও একই কারণে সাসপেন্ড করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*