করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজ্যে বেসরকারি হাসপাতালের ১৩৮৭টি বেড অধিগ্রহণ করল রাজ্য সরকার

Spread the love

করোনা রোগীদের চিকিৎসার জন্য গোটা রাজ্যে বেসরকারি হাসপাতালের ১৩৮৭টি বেড অধিগ্রহণ করল রাজ্য সরকার৷ এর মধ্যে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল যেমন রয়েছে, পাশাপাশি রাজ্যে অন্যান্য জেলার একাধিক বেসরকারি হাসপাতালেরও নাম রয়েছে৷

১৩৮৭টি বেডের মধ্যে ৯১৭টি সাধারণ, ৩৭০টি সিসিইউ, ৯০টি এইচডিইউ এবং ১০টি এনআইসিইউ বেড রয়েছে৷ যেহেতু কলকাতা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, তাই কলকাতা এবং লাগোয়া এলাকার একাধিক বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ করেছে সরকার৷ কলকাতার পিয়ারলেস, আর এন টেগোর, মেডিকা, ফর্টিস, সিএমআরআই, বেলভিউ, ড্যাফোডিল, কলম্বিয়া এশিয়ার মতো বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের মোট ২৬০টি বেড অধিগ্রহণ করেছে সরকার৷ একই ভাবে উত্তর চব্বিশ পরগণার সাতটি বেসরকারি হাসপাতালের মোট ৩১১টি বেড করোনা রোগীদের চিকিৎসার জন্য নিয়েছে সরকার৷ হাওড়ার দু’টি হাসপাতালের প্রায় ২৬০টি বেড নিয়েছে সরকার৷ পশ্চিম বর্ধমানের একটি নামী বেসরকারি হাসপাতালেরও ২০০ বেড অধিগ্রহণ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*